স্বর্গের টেন্ডার

Image result for heaven pictures
চলছে স্বর্গে যাওয়ার প্রতিযোগিতা!
কেউ আছে এগিয়ে কেউবা আছে পিছিয়ে,
বিশাল সমারোহে প্রস্তুতি চলছে,
কেউ নিরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে,
কেউ ঢাকঢোল পিটিয়ে পাড়াপড়শিদের জানিয়ে স্বর্গের ট্রেনের টিকিট কাটছে,
কেউবা জোর করে,
কেউবা ক্ষমতার অপব্যবহার করে হলেও স্বর্গে যাবে,
কেউ স্বর্গের লিফলেট এর ব্যবসা খুলে বসেছে,
কেউবা লিখছে স্বর্গে যাওয়ার গাইড বই।
কারর কাছেত স্বর্গটা বাপের সম্পত্তি,
কারর কাছে স্বর্গটা বিলাসিতা,
চরম প্রতিযোগিতা চলছে,
করছে স্বর্গে ফ্ল্যাট বুকিং,
নিচ্ছে ঘোষ করছে তদবির,
আবার কেউবা স্বর্গের টেন্ডার নিয়ে করছে টেন্ডারবাজি।
স্বর্গ নিয়ে চলছে দলাদলি,
করছে হানাহানি
এমনিভাবে সবাই ভুলছে ঈশ্বরকে
এবং খুঁজে পাচ্ছেনা স্বর্গের প্রকৃত উত্তরাধীকারীকে।
স্বর্গে যাওয়ার লোভ কেইবা সামলাতে পারে?
মানুষ লোভে পড়ে হলেও স্বর্গে যাবে।
একলা আমি থাকবো নিকৃষ্টতম হয়ে!

Comments