পথভ্রষ্ট হয়ে যায় আমার হৃদয়
যেন স্বর্গের বারান্দায় মুগ্ধতার পায়চারি,
স্নিগ্ধ কোমল শরীরে মহুয়ার গন্ধ
অজান্তে ছুঁইয়ে দিয়ে যায় আমার সারা দেহ
তোমায় ভেবে তাই মাতাল হয় এক অকৃত্রিম নেশায়।
সুমধুর কন্ঠে মায়ার জাল বিছিয়ে যে ফাঁদ তুমি পেতেছ
কালক্ষেপণ না করেই নিজেকে করেছি প্রস্তুত
হয়েছি সেই মায়াবী কন্ঠ জালের শিকার,
কন্ঠ যাদুতে করেছো আমায় মন্ত্রমুগ্ধ
শুনিয়েছো প্রেমের বাণী
করেছ হৃদয় পরিশুদ্ধ।
কাছে আসতে চাই,
রেখে দিও আমায় করে তোমার ঐ কানের দোল
কিংবা কৃষ্ণচূড়া করে গুজে রেখো তোমার ঐ ঘন অন্ধকার চুলে,
প্রতিদিনের অবহেলিত কালো চিরুনির মত করে
প্রয়োজন হলে ব্যবহার করবে কিংবা ইচ্ছে হলেই
ড্রেসিং টেবিলের এককোণে অযত্নে রেখে দিও।
মসৃন ঐ বাদামী ঠোঁট জোড়ায়
শুনেছি শান্তির জায়গা সেথায়
কাছে যেতে চাই কিন্তু সাহসটা কোথায় পাই
দেবেকি সে সাহস নিশ্চূপ নীরবে?
হবেকি রাতের জোৎস্না মুগ্ধ চোখে তাকিয়ে থাকবো
হাতে রাখবো হাত
নরম হাতে মৃদু ছোঁয়ায় রাঙিয়ে দেবো হাত?
........................
Comments
Post a Comment