দর্পণ দফোমৃত্যুর রংকি হয় তবে কালো?
ঘুটঘুটে অন্ধকার এবং নিঃশব্দ শূন্যতা যেখানে নেই কোনো আলো!
মৃত্যু যদি হয় স্বাদহীন-গন্ধহীন কালো রাত্রির অন্ধকারের মত
মৃতেরাকি তবে সত্যিই বুঝতে পারে কোনটা স্বর্গ এবং মর্ত?
গন্ধহীন লাশের নিষ্প্রাণ শরীরে পৃথিবীর কৌতূহল
ভয়ঙ্কর শীতল নিথর দেহে নেই কোনো অশ্রুজল!
কাফনে জড়ানো স্বার্থপর দেহ নিয়ে শুয়ে আছো শেষ সজ্জায়
ফ্যাকাসে বর্ণের নিশ্চুপ মরদেহে আমিও নিজের প্রতিচ্ছবিই দেখতে পাই।
ঐ দেখো অন্ধকারে মৃত্যুর হাতছানি
দূর হতে শুনতে পাচ্ছি যম দূতের রথের ঝনঝনানি?
মাঝরাতের কুৎসিত অন্ধকারের শীতল অনুভূতি
ভেবোনা আমার নেই কোনো মৃত্যুভিতি ।
ফুলেল কফিনে শেষ বিদায়ের বেলায়
এক বুক শোক নিয়ে চোখ ভিজাবো অকৃত্রিম ভালোবাসায়।
তোমাকে উদ্দেশ্য করে পাঠ করা বাইবেলের বাণী যেন নিছক সান্তনা
মৃত্যুর আহাজারিতে ভুলে যায় যত ঈশ্বর বন্দনা।
তবুও আশায় বুক বাধি
বাঁচবো অনন্তকাল, হে বিদায়ী
একদিন আমরাও হবো মৃত্যুঞ্জয়ী।
Comments
Post a Comment