তোমার ঐ মায়াবী চোখের নির্জনতায়
পথভ্রষ্ট হয়ে যায় আমার হৃদয়
যেন স্বর্গের বারান্দায় মুগ্ধতার পায়চারি,
স্নিগ্ধ কোমল শরীরে মহুয়ার গন্ধ
অজান্তে ছুঁইয়ে দিয়ে যায় আমার সারা দেহ
তোমায় ভেবে তাই মাতাল হয়ে যায় অকৃত্রিম নেশায়।
সুমধুর কন্ঠে মায়ার জাল বিছিয়ে যে ফাঁদ তুমি পেতেছ
হয়েছি সেই জালের শিকার করেছি সব তুচ্ছ
কন্ঠের যাদুতে করেছো মন্ত্রমুগ্ধ
হৃদয়টা পরিশুদ্ধ।
কালো চুলের অন্ধকারে করেছো আমায় বন্দি
মায়াবী কালো জাল বুনে
নিয়েছ আমায় কিনে
অগত্যা এখন করতে হবে তাই সন্ধি।
মসৃন ঐ বাদামী ঠোঁট জোড়ায়
শুনেছি শান্তির জায়গা সেথায়
কাছে যেতে চাই কিন্তু সাহসটা কোথায় পাই
কে জানে মনটা ভরে আছে তোমার কত শত ছলনায়?
তুমিকি সেই ছলনাময়ী রোহিণী অথবা বিনোদিনী
মুহূর্তে দূর কর বিষাদ-অবসাদ
আবার মুহূর্তে দাও হৃদয়ছেড়া গ্লানি।
শুনিয়েছো প্রেমের বাণী
দিয়েছো হাতছানি জানি তুমি মায়াবিনী,
তবুও বলব হবেকি আমার রাতের জোৎস্না
মুগ্ধ চোখে তাকিয়ে থাকবো
হাতে রাখবো হাত মিটাবো যত বাসনা?
Comments
Post a Comment