আনটাইটেল-১
                                                                                                                       ৫/১১/০১৬

আমি চাইনা হতে খ্যাতিমান কিংবা কাঙ্ক্ষিত
কোনো পুরুষ,
আমি শুধু আমিই থাকতে চাই।

আমি চাইনা পেতে নেতৃত্ব
শুধু একচিলতে আশ্রয় দিও আমায় তোমার
দলের।

আমি চাইনা হতে দেশরত্ন,
আমাকে শুধু দিও স্বাধীন দেশের নাগরিকত্ব।

আমি চাইনা পেতে অমৃতের স্বাদ
শুধু বিষ খেতে বলনা আমায়।

আমি চাইনা হতে বঞ্চিত
শেষের সারিতে হলেও সুযোগ দিও
আমায়।

আমি চাইনা পেতে ফুলেল শুভেচ্ছা
উষ্ণতাই অভ্যস্ত আমি।

আমি চাইনা হতে কারর চোখের মণি
চোখের বিষ হওয়ার যোগ্যতাও নেই
আমার।

আমি চাইনা সংখ্যালঘু উপাধি নিয়ে
নিজ দেশে পরবাসী হয়ে থাকতে।

আমি চাইনা বৈষম্যের শিকার হতে
দশের একজন হয়ে বেঁচে থাকতে চাই।

আমি পারিনা বিবেকের সাথে শত্রুতা করতে
বিবেক আমার ঠিকানা এই বলে।

আমি চাইনা মধ্যবিত্ত হয়ে সুখের অভিনয় করতে
কারন আমি অভিনেতা নই।

আমি চাইনা হতে মৌলবাদী
থাকবো আজীবন সত্যবাদী।

আমি নগণ্য, নরাধম
কিন্তু রক্তমাংসের মানুষ।

আমি কাঁদতে ভুলে গেছি,
তবে না হেসেও বেশ আছি।

Comments