(৮/৩/০১৯)
মুমুর্ষু রোগীর জন্য হর-হামেশায় রক্ত চেয়ে বেড়ায়; বলতে পারেন ভিক্ষাবৃত্তি করি মানুষ বাঁচানোর জন্য। একজন মৃত্যু পথযাত্রী যখন বাঁচার জন্য আকুতি জানাই কেইবা পারে তখন চুপ থাকতে? কিন্তু বাস্তবতা ভিন্ন।
আমার দেখা সবচেয়ে বেশিবার এড়িয়ে যাওয়া ফেইসবুকিয় পোস্টটাই হচ্ছে কোনো মুমূর্ষু রোগীর জন্য রক্ত চেয়ে করা পোস্টটা।
প্রতিমাসেই যখন কেউ রক্তের জন্য ফোন করে আকুতি জানায় না পারি ফিরিয়ে দিতে কিংবা না পারি সবসময় রক্ত সংগ্রহ করে সাহায্য করতে।
আমার কাছে প্রতিমাসে ৪-৫টা কলই আসে রক্তের জন্য, পরিচিত কিংবা অপরিচিত মোটামোটি সব জায়গা থেকেই রক্ত বা অন্য যেকোনো ধরনের সাহায্য চেয়ে মানুষজন যোগাযোগ করে।
স্বভাবতই আমি প্রথমে ফেইসবুকের বিভিন্ন গ্রুপে রক্ত চেয়ে একটা পোস্ট লিখি তারপর বিভিন্ন জায়গায় ফোন দিয়ে রক্তের সন্ধান করি যদিও একজন স্টুডেন্ট হিসেবে ফোনের বিল বহন করাটা দুঃসাধ্য কিন্তু এরপরেও খুশি হতাম কেউ যদি রক্তের সোর্স খোঁজে দিতো।
হয়তো আজকেও রক্ত ম্যানেজ করে দিতে পারবোনা কিন্তু স্বভাবত পাল্টাইনি 😐 তাই গ্রুপে রক্ত চেয়ে আর একটা পোস্ট করে সেঞ্চুরির স্বাদ নেওয়া থেকে বিরত থাকতে পারলামনা।
শিক্ষিত সমাজের সুশিক্ষা কামনা করি।

Comments
Post a Comment