উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো জা.ক.কা.ন.ই.বি. আদিবাসী ছাত্র সংগঠনের ৬ষ্ঠ নির্বাচন ও কাউন্সিল




জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের  আদিবাসী ছাত্র সংগঠনের ২০১৯ সালের ৬ষ্ঠ বার্ষিক নির্বাচন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়ে গেলো আজ(১৫/০৩/০১৯)। নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে এর মধ্যে তমাল-হৃদয়-বিসিক প্যানেল ১৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে। আদিবাসী ছাত্র সংগঠনের ১৩০জন সদস্যদের ভোটদান ও অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ২০১৯ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। নির্বাচনে ২০১৮-২০১৯ সময়ের সদ্য সাবেক হওয়া সভাপতি দর্পণ দফো,সাধাঃসম্পাদক সুমন চাকমা ও সাংগঠনিক সম্পাদক সুলগ্না রেমাসহ প্রাক্তন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মিস থেংসুয়া মৃ(প্রধান নির্বাচন কমিশনার), মি.তপন চাকমা(সহঃকমিশনার ও সাবেক সহ-সভাপতি) ও মি.প্রভাত নঙুরা(সহঃকমিশনার ও সাবেক সহ-সভাপতি)। নির্বাচন আয়োজনে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন রাসং নেংমিঞ্জা,এলিজা রাকসামসহ আরো অনেকে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের একটি ভবনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের শিক্ষার্থী তমাল চিরান(মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ), সাধাঃসম্পাদক ১১তম ব্যাচের শিক্ষার্থী হৃদয় চাকমা(পপুলেশন সাইন্স) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ১২তম ব্যাচের শিক্ষার্থী বিসিক জেংচাম(আইন ও বিচার বিভাগ)। এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরোও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আদিবাসী ছাত্র সংগঠন ২০১২ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গোত্রের আদিবাসী ছাত্র-ছাত্রীদের নিয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।










১৫/০৩/০১৯
পরবর্তীতে আরোও ছবি যোগ করা হবে...

Comments