নির্বাচন ২০১৯ আদিবাসী ছাত্র সংগঠন



আদিবাসী ছাত্র সংগঠন  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ নির্বাচন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ মার্চ রোজ শুক্রবার। নির্বাচনটি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের একটি কক্ষে। আদিবাসী ছাত্র সংগঠন  ২০১২ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা,ঐক্য,শান্তি ও সংস্কৃতির  মূলনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের আদিবাসী ছাত্র-ছাত্রীদের নিয়ে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আদিবাসী ছাত্র-ছাত্রীদের সার্বিক নিরাপত্তা, জ্ঞানের সুষ্ঠ বিকাশ, সংস্কৃতির চর্চা, ঐক্য সৃষ্টিসহ বিশ্ববিদ্যালয়ের বাহিরেও বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার মাধ্যমে ইতোমধ্যে এই সংগঠন সুনাম অর্জন করেছে,সেইসাথে বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠনগুলোর কাছে এই সংগঠন একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বৃহত্তম ছাত্র সংগঠন হিসেবে আদিবাসী ছাত্র সংগঠন তাদের সার্বিক কার্যক্রমের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের কাছে থেকে অনেকবারই প্রসংশিত হয়েছে। শৃঙ্খলা ও সংস্কৃতি চর্চায় এই ছাত্র সংগঠন অত্র বিশ্ববিদ্যালয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়া এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের মতোই বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে কিংবা যেকোনো অনুষ্ঠানেও সুনামের সাথে অংশগ্রহণ করে যাচ্ছে। আদিবাসী ছাত্র সংগঠনের ২০১৮-২০১৯ সময়কালের বর্তমান কমিটির নেতৃত্বে যারা আছেন তারা হচ্ছেন-
দর্পণ দফো(সভাপতি),সুমন চাকমা(সাধাঃসম্পাদক) ও সুলগ্না রেমা(সাংগঠনিক সম্পাদক)।





২০১৯-২০২০ সালের জন্য আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদের বিপরীতে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নেতৃত্বে আসতে ইচ্ছুক এমন প্রার্থিরা হচ্ছেন-

প্যানেল ১:-
সভাপতি প্রার্থি- তমাল চিরান, সাধাঃসম্পাদক প্রার্থি- হৃদয় চাকমা ও সাংগঠনিক সম্পাদক প্রার্থি- বিসিক জেংচাম।





প্যানেল ২:-
সভাপতি প্রার্থি- আদিত্য রাংসা, সাধাঃসম্পাদক প্রার্থি- প্রবীণ ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক প্রার্থি - বিজয়া সুমি রখো



প্যানেল ৩ঃ
সভাপতি প্রার্থি- মিথুন চাকমা, সাধাঃসম্পাদক প্রার্থি- পূর্ণ ম্রং ও সাংগঠনিক প্রার্থি- পাপিয়া চাকমা।





নিম্নোক্ত প্রতিকগুলোতে প্রার্থিরা প্রতিদ্বন্দ্বিতা করছেনঃ

নির্বাচনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের নিজস্ব পেইজে www.facebook.com/ISAJKKNIU
সবার জন্য শুভকামনা।

Comments