আমার দেখা কিছু সাইকোপ্যাথঃ



যারা সবজায়গায় সম্মানের স্থান আশা করে তারা মানসিকভাবে অসুস্থ কারণ তারা পৃথিবীর স্বাভাবিক নিয়মকে মেনে নিতে পারেনা,
যারা সবসময় অন্যের কাছ থেকে প্রশংসার আশা করে তারাতো নিজের বন্ধুদের কাছেও বড় ভাইএর মর্যাদা চাই সুতরাং তারা অসুস্থ নাতো কি?
কিছু লোক আছে যারা সবসময় অন্যের সমালোচনা করতেই ব্যস্ত; কিন্তু এইসব অসুস্থ রোগীরা ভুলেই যায় আড়ালে সে নিজেই কতটা নিগৃহীত।
সহজ কথায় বলতে গেলে নিলের নাই যোগ্যতা আবার সে নাকি অন্যের ভালো দেখতে পারেনা!
বিশ্ববিদ্যালয় জীবনটা প্রায় শেষের দিকে এখন সময় কিছু স্মৃতি কিংবা অভিজ্ঞতার সহভাগিতা করার;
বিশ্ববিদ্যালয়ে কিছু কাছের মানুষ দেখেছি যারা ছাত্র রাজনীতিতে আমাকে নিজের দলে টানতে না পেরে দিনশেষে দুশমনের খেতাব দিয়েছে অথচ না গিয়ে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছিলাম আমি।
আবার কেউ কেউ সারাজীবন একটা প্রেম করতে না পেরেও যাদের প্রেম আছে তাদের সর্বদা অযোগ্য প্রমাণিত করার চেষ্টা করেছে অথচ দিনশেষে তারাই অযোগ্য প্রমাণিত হয়েছে।
কেউ ভালো পড়াশোনা করছে এটাও অনেকের কাছে বিষাদময়।

চারিদিকে কতরকমের মানুষ কেউ।
আজকে আর বেশি কিছু না বলি ইচ্ছা আছে বিশ্ববিদ্যায় জীবন নিয়ে

লম্বা একটা একটা আর্টিকেল লিখার যেখানে ক্যাম্পাস জীবনের সব অভিজ্ঞতাই স্থান পাবে।

চলবে...

Comments