নারী?



৬/০৬/০১৬
---------------------------------------------
গ্রামের এক যুবতী রমনী একটু দূরের এক কূয়া থেকে পানি তুলছিল। পাশ দিয়ে এক সন্যাসী সাধুবাবা হেঁটে যাচ্ছিল। যুবতীকে দেখে তার মনে হল, এই নারী জাতির মাঝে এমন কি শক্তি,কৌশল ও ছলনা রয়েছে যা দ্বারা তারা রাজা বা বাদশাকে ফকির , বীরকে ভীরু , ধার্মিক'কে পাপী অথবা পাপিকে ধার্মিক, পাথরকে মোমের মত গলিয়ে দিতে পারে, বৃদ্ধকে যুবক তথা কঠিনকে কোমল বানিয়ে
ইচ্ছেমত খেলাতে পারে। তখন সাধুবাবা এসে তার মনের কথাগুলো ঐ যুবতীকে বললো। সাধুর কথা শুনে যুবতী তার শাড়ীর অর্ধেক খুলে ফেললো । চুলগুলো এলোমেলো করে ,আমাকে বাঁচাও,বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল। সাধুটি তখন মেয়েটিকে বললো,''মা আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইলাম , আর তুমি কিনা আমার সাথে ছলনা করে, আমাকে এখন মানুষের হাতে মার খাওয়াবে?'' তিনি কেঁদেফেললেন এবং বললেন ''এটাই কি তোমাদের আসল রূপ?'' ঐদিকে লোকেরা লাঠি নিয়ে ছুটে আসছে । যখন মেয়েটি লোকদের ছুটে আসতে দেখল, তখন সে কূয়া থেকে এক বালতি পানি তুলে সাথে সাথে নিজের শরীরটাকে ভিজিয়ে নিলো এবং সাধুবাবার কাপড় কিছু ভিজিয়ে দিল ও জোরে জোরে হাপাতে লাগলো। লোকেরা এসে জিঞ্জাসা করলো,মা তোমার কি হয়েছে? মেয়েটি বললো আমি কূয়াতে পরে গিয়ে চিৎকার করছিলাম তখন এই সাধু আমাকে কষ্ট করে কূয়া থেকে
উঠিয়েছেন। তা না হলে আমি তো আজ মারাই যেতাম। তখন লেকেরা সাধুবাবাকে বাড়ি নিয়ে অনেক আপ্যায়ন ও সম্মান করলো। যখন তিনি চলে আসবেন তখন মেয়েটি এসে বললো|
''বাবা আপনার প্রশ্নের উত্তর
কী পেয়েছেন?'' নারী জাতিরা এইভাবেই পুরুষদেরকে নিঃস্বার্থভাবে স্বীকার করে থাকে । তাই সবসময়
নারীদেরকে নিয়ে বিরুপ মনোভাব পোষণ করাটা বোকামি ছাড়া আর কিছু নয়। ধিক এই সমাজের পুরুষ জাতধারী স্বার্থপর মানুষদের!! যারা নারীদের মা বোনের মর্যাদা দিতে পারেনা তাদেরও শত ধিক!
একজন পুরুষ হয়ে এই কথাটি লিখতে আমার খুবই লজ্জা হচ্ছে। আমরাকি পারিনা মা'য়েদের এতটুকুন সম্মান দিতে??

Comments