অসাম্প্রদায়িকতা এবং বঙ্গবন্ধুর স্বপ্নভঙ্গঃ
------------------------------------------
পাহাড়ি অঞ্চলে সেনা ঘাটি স্থাপনের মাধ্যমে একটি জনগোষ্ঠীর স্বাধীনতাকে খর্ব করা নিশ্চয় কোনো গণতান্ত্রিক দেশের বৈশিষ্ট্য নয়!!!! বঙ্গবন্ধুর সোনার বাংলায় সেইসব মানুষকে সংখ্যালঘু বলে কেন আজও স্বাধীনতার জন্য যোদ্ধ করতে হয়??
আজকে তাদেরকে কেন সংখ্যালঘু পরিচয়ে বেঁচে থাকতে হয়??
তাহলেকি দেশটা প্রকৃত স্বাধীনতা লাভ করেনি??
বঙ্গবন্ধুকে জবাব দেবার ভাষা আমার জানা নেই :-/ বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন যদি সত্যি হত তাহলে আজকে রোমেল চাকমার মত নিরপরাধ মানুষকে ক্ষুদ্র জনগোষ্ঠী বলে সেনাবাহিনীর অহমিকা ও আক্রোশের শিকার হতে হতনা!
আমি বলব এ দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু প্রকৃত অর্থে সর্বসাধারণ যাদেরকে নিয়েই বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তারাই স্বাধীনতা পাইনি।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় ক্ষমতার সুস্থ ও নিরপেক্ষ ব্যবহার চাই। স্বাধীন বাংলায় একাত্তরের কালোশক্তি পাক বাহিনীর সৈরশাসনের মত অনাচার আর আমরা প্রত্যক্ষ করতে চাইনা। কষ্টার্জিত মহান স্বাধীনতাকে আর প্রশ্নবিদ্ধ করতে চাইনা! লাল সবুজের পবিত্র পতাকার গর্বে গর্বিত হতে চাই।
স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চাই!

Comments