অলসতা কিংবা অনীহা
-------------------------
স্বাধের মানিব্যাগিটা টেবিলের কোণে অযত্নে-অবহেলায় পরে আছে,
এ যেন ব্যাচেলরের বেকার জীবনের অগোছালো দিনাতিপাত।
গান ভালবাসি আর সেটা যদি হয় রক কিংবা মেটাল ধাচের তাহলেত আর কথায় নেই,
আজকাল গান শুনার সেই হেডফোনটাও বিছানার এককোণাতে অব্যবহৃত অবস্থায় পরে আছে।
অভিমান করেছে বোধহয়
কারণতা আমার জানা নেই।
প্রিয় বইএর পাতা উল্টানোটা একসময় অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল,
আজকে হঠাৎ খেয়াল হল সেই বইটির মলাটে দৃশ্য-অদৃশ্য অসংখ্য ধুলো প্রতীয়মান।
ফেসবুকে গুডমর্নিং থেকে শুরু করে গুডনাইট পর্যন্ত যতধরণের আজাইরা উইস ছিল কোনোটাই বাদ যেতনা আগে,
এখন গুনে গুনে বলতে পারবো দিনে কইটা লাইক দেয়।
ও হ্যা, আগে খেতাম তিনবেলা আর এখন যেন হঠাৎ করে হয় খাওয়াদাওয়া,
এটাকি রুচির দোষে এমন হচ্ছে নাকি খাওয়াতেও অবহেলা চলে এসেছে কে জানে।
অবহেলা নাকি অলসতা কিছুই বুঝতে পারছিনা,
শুধু ভাবি ছোটো ছোটো অবহেলারা যাতে হতাশার জন্ম না দিতে পারে।
মনের জোরটা যেন এখন সাধনার বস্তু!
ঝেড়ে ফেলতে চাই এইসব অবহেলা কিংবা অলসতা,
ফিরে পেতে চাই হারিয়ে যেতে বসা স্পৃহা।

Comments