নিজভূমে আমি পরবাসী
---------------------------------
প্রশাসন ও পুলিশ বাহিনীর দূরদর্শিতার অভাব, উদাসীনতা এবং অবহেলা এ হামলার সুযোগ করে দিয়েছে। একমাত্র ধর্মান্ধ ব্যক্তিরাই কারর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং কুতসিত ও কদর্য মানসিকতার মানুষরাই সংখ্যালঘুদের উপর কাপুরুষুচিত হামলা চালাতে পারে। তারা এদেশের সাচ্ছা নাগরিক নই, তারা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি, তারা দেশ ও জাতির ক্যান্সার। এইসব অপশক্তির দমনে সরকার ও প্রশাসনকে কঠোর হাতে পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানাচ্ছি, পাশাপাশি সাধারণ সচেতন মানুষদেরকেউ অপশক্তির মোকাবেলায় সচেষ্ট থাকার জন্য আহবান এবং অনুরোধ জানায়। আজ আমি লজ্জিত আপনাদের মত প্রশাসনের শিকলে নিজের হাতখানা বেঁধে রেখে। এইদিনে নজরুল তোমাকে খুব মনে পরছে, বিদ্রোহী ও সাম্যের কবি কাজী নজরুল - দেশবাসী তোমাকে আবার পেতে চাই,আমরা তোমার অসাম্প্রদায়িক চেতনা ধারণ করতে পারিনি আজও কারন আমরা স্বার্থপর এবং ভীতু। আমি লজ্জিত, আমরা লজ্জিত! আর কতদিন আমরা সংখ্যালঘুরা নিজ দেশে পরবাসী হয়ে থাকব??সৃষ্টিকর্তা আজ তোমার উপরেও আমার ক্ষোভ, মানুষকে যদি বিভাজিত হয়েই থাকতে হয় তাহলে কেন তুমি সবার জন্য আলাদা পৃথিবী সৃষ্টি করে দিলেনা। ধিক তাদের যারা অপশক্তির ধারক এবং বাহক! আজকে মানিক বন্দোপাধ্যায় বা নারায়ণ গঙ্গোপাধ্যায় যদি বেঁচে থাকতেন তাহলে হয়ত উনারা দুর্ভিক্ষের কথা না লিখে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের কথাই লিখতেন। ভন্ডামিতে ভরপুর পৃথিবীতে ভন্ড হয়ে থাকা ছাড়া আর কি উপায়! তানাহলে আজীবন নিজভূমে পরবাসী হয়ে থাকতে হবে।

November 4, 2016 at 5:32 PM ·

Comments