ভালোবাসার আহ্বান
NOVEMBER 29, 2016
----------------------------------
মায়াবতী! অজস্র ভালবাসি তোমায়,
নিস্বার্থ ভালবাসি তোমায়।

আমার হয়ত নেই কোনো যশ বা খ্যাতি
কিন্তু আমার আছে এক বুক ভালবাসার গ্যারান্টি।

খুব ভালবাসি তোমায়,
আজীবন তোমারই ছত্র ছায়া হয়ে থাকতে চাই।

তোমাকে লোভ দেখিয়ে ভালবাসার আহবান জানানোর সামর্থ্য নেই আমার,
তোমাকে রানীর মতন সিংহাসন দেওয়ার ক্ষমতা নেই আমার।

তবে আমার স্বপ্নরাজ্যের মহারানী বানাবো তোমায়,
এ জন্য শুধু তোমার একটুখানি ভালবাসা চাই।

আমি নই কোনো সম্পদশালীর আদরের বিত্তশালী পুত্র,
তবে তাদের থেকে আমার ভালবাসাই খাঁটি এ কথাটিও সত্য।
বিত্তশালী সম্রাট শাহজাহানের গড়া সেই "তাজমহলে" আমি ভালোবাসার পরিবর্তে দেখেছি অর্থের প্রাচুর্যতা ও দৈহিক বিলাসিতা! আমি যদি সম্রাট হতাম তবে ভালোবাসা ছাড়াই গড়ে দিতাম হাজারটা তাজমহল!
কিন্তু আমি ভালোবাসা
দিয়েই গড়তে চাই আমার ছোট সুখের কুঠির।

বল ভালবাসবে আমায়?
ছোট্ট সুখের সংসার দিবো তোমায়!
প্রেয়শী! ভালোবাসি তোমায়
দেখ আছি তোমারই প্রতিক্ষায়।

[বিদ্রঃ মাঝে মাঝে হিজিবিজি লেখায় অভ্যস্ত]

Comments