আবেগ যেখানে ভালোবাসা সেখানে ২১/৪/০১৮
----------------------------------------------
(Dedicated to the Indigenous Student Association Of JKKNIU)
আবেগ এবং অনুভূতির যায়গাগুলো যত্নে থাকুক
সাধ্যটুকু দিয়ে যাবো;
দিয়ে যাবো ভালোবাসা এবং দিয়ে যাবো সফলতা যত বাঁধাই আসুক!
আবেগ যেখানে সেখানেই অনুভূতি
অনুভূতি যেখানে ভালোবাসার চাষও করবো সেখানে!
ভালোবাসা দিয়ে মরুর বুকে ফুটাবো ফুল
কারণ আবেগ আমার ভালোবাসার উৎকৃষ্ট অনুপ্রেরণা
সুতরাং ভালোবাসাই থাকুক সবকিছুর মূলসুর!
ভালোবাসা কারর কুক্ষিগত সম্পদরূপে বেঁচে থেকে মৃত্যুর স্বাদ না পাক
কিংবা আবেগ এবং অনুভূতিগুলো অপ্রকাশিত থেকে আত্মহননের পথে না যাক!
আবেগ দিয়ে ভালোবাসার সৃষ্টি করবো
করবো বিশ্বজয় ;
আবেগ যেন কারর ব্যক্তিগত সম্পদরূপে পরিণত নাহয়!
ভালোবাসি একতা
ভালোবাসি সফলতা
ভালোবাসি নির্যাতিতদের
আমার শিক্ষা,ঐক্য ও সংস্কৃতিত তাদেরই!

Comments
Post a Comment