কবিতার বাতিক ১৭/১১/০১৭
-----------------
কবিতারা আজকাল ঘুমোতে দেয়না আমাকে
ছন্দ হয়ে সারাক্ষণ মাথায় ঘুরপাক খেতে থাকে।
কফি কিংবা চা খেয়েও কিন্তু অতটা জেগে থাকতে পারিনা
অথচ কবিতার ভাবনা আমাকে ঘুমোতেই দেয়না।
প্রেমের কবিতা,সাম্যের কবিতা কিংবা বিলাসী কবিতা, সবধরণের কবিতায় ঠাসা এখন আমার মাথা।
কবিতা আমার কল্পনার পরতে পরতে
যেন তাকে ছাড়া থাকতে পারিনা একমূহুর্তে।
স্বপ্ন হয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায় কবিতা
করেছি তাই তার সাথে আত্মিয়তা।
কবিতা শিখিয়েছে মানবতা
পেয়েছি তাতেই পুর্ণতা, ভালবাসি তাই কবিতা।
আমার কবিতায় হয়ত নেই কোনো ছন্দ
কল্পনায় লিখি, এ নিয়ে চাইনা কোনো দ্বন্দ।
কল্পনায় আমি রবীন্দ্রনাথ ও নজরুল
কবিতা লিখি,রাখি লম্বা দাড়ি কিংবা লম্বা চুল।
আমি শুধু কল্পনার কবি
ভালবাসি কবিতা,সে যাইহয় বিদ্রোহী কিংবা বিশ্বকবি।

Comments
Post a Comment