হতাশার স্বীকারোক্তি -২
-------------------------
১৭/১১ /২০১৬\
অপ্রিয় সত্যের মুখোমুখি হতে ভয়
পাই আমি,
তাইত সত্যের মাঝে মিথ্যাকে
খোঁজার ব্যার্থ চেষ্টা করি!
কখনো ইচ্ছে হয় সত্যিটাকে আপন
করি,
কিন্তু বারংবার সেই মিথ্যার
প্রেমেই লুটিয়ে পরি।
ব্যার্থ আমি ব্যার্থ,
সত্য বা মিথ্যা কোনোটাই ধরে
রাখতে পারিনা।
হতাশার আবার হতাশ হওয়ার কি?
আমি'নাহয় আদমের নরাধম সন্তান....

Comments
Post a Comment