ভালোবাসা অভিব্যক্তি 
-----------------------
ভালবাসার মানুষগুলো ভালবাসায় পরিপূর্ণ থাকুক!

ভালবেসে দেওয়া নামগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকুক!

ভালবাসা ভেদাভেদ মানেনা, তাই ভালবাসা আজীবন একরোখাই থাকুক!

শত্রুতা কিংবা বন্ধুত্ব দুটি শব্দই পবিত্র হয়ে ভালবাসায় সিক্ত থাকুক!

ভালবাসা বসন্তের শিমুল'ফুল হয়ে সবার মনে প্রস্ফুটিত থাকুক!

ভালবাসা সাধের এন্ড্রয়েড'ফোন এর ওয়ালপেপার হয়ে শোভায় শোভিত থাকুক!

স্বাধীন এই ভালবাসা কল্পনার সাতরঙ হয়ে রংধনুর সৃষ্টি করুক..

Comments